সরকার ৫০ হাজার কোটি টাকার নোট ছেপেছে, তারপরও সব ব্যাংক এখন খালি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউড়ির দলীয় কার্যালয়ের সামনের নুর আহম্মেদ সড়কে বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ‘রিজার্ভ খালি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। পাচার করে বিভিন্ন দেশে ঘরবাড়ি করেছেন। এদিকে দেশে ডলার নেই। তাই দেশের মানুষ পণ্য আমদানি করতে পারছেন না। তাই দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী।’
গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবি বাস্তবায়ন, ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও বিদ্যুতের দাম কমানোর দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ভিপি হারুনুর রশীদসহ অন্য নেতারা।