Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে সপ্তাহের ব্যবধানে আরেক সাংবাদিকের বাড়িতে ডাকাতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে সপ্তাহের ব্যবধানে আরেক সাংবাদিকের বাড়িতে ডাকাতি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক সপ্তাহের ব্যবধানে আরেক সাংবাদিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার পৌর সদরের শেখপাড়া এলাকায় সীতাকুণ্ড প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছেন। ডাকাতের হামলায় দুজন আহত হয়েছেন।

খবর পেয়ে আজ মঙ্গলবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন।

ভুক্তভোগী সাংবাদিক শেখ সালাউদ্দিনের ছোট ভাই শেখ রাসেল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলেন। এ সময় বাধা দিতে চাইলে তাঁর বড় ভাইয়ের মেয়ের জামাই জসিম ও তাঁর ভাই জাহাঙ্গীরকে মারধর করা হয়। পরে আলমারি ভেঙে ঘরের কাজের জন্য রাখা ১ লাখ ৩৫ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যান তাঁরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, ডাকাতেরা লুট শেষে চলে যাওয়ার সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে তাঁরা ছুটে আসেন। কিন্তু ডাকাত দল বাড়ির সীমানাপ্রাচীর টপকে দৌড়ে পালিয়ে যান। পরে তাঁরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ডাকাতির খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাংবাদিকের বাড়ি টার্গেট করে ডাকাতির ঘটনা কোনো সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে করছে বলে ধারণা তাঁর। এ ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এর আগে ৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার উত্তর ফেদাইনগর এলাকায় একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একই রাতে ডাকাত দল ওই এলাকার আরও দুটি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

চকলেটের প্রলোভনে শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

রাজস্থলীতে প্রসবকালে শাবকসহ বন্য হাতির মৃত্যু

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ জন আটক

লক্ষ্মীপুরের সাবেক এমপি নাজিম উদ্দিন আর নেই

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য