বান্দরবানের থানচিতে মরা গরুর মাংস বিক্রির দায়ে এক রেস্তোরাঁ মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার উপজেলা সদরের বাজারে শিলাবৃষ্টি রেস্টুরেন্টের মালিককে এই জরিমানা করা হয়।
জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর। তিনি জানান, থানচি বাজারে স্থানীয় এক ব্যক্তি মৃত গরু মাংস বিক্রি করতে আসেন, সেখান থেকে রেস্তোরাঁয় তরকারি হিসেবে বিক্রির জন্য শিলাবৃষ্টি রেস্টুরেন্টের মালিক মো. মনির হোসেন কমদামে পাঁচ কেজি মরা গরুর মাংস কেনেন। এ সময় বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল হককে মোবাইল ফোনে জানান।
ইউএনও আরও জানান, ওসির নির্দেশে থানার উপসহকারী পরিদর্শক (এ এস আই) রাজিব ফোর্স নিয়ে শিলাবৃষ্টি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে মরা গরুর মাংস জব্দ করেন। পরে রেস্তোরাঁর মালিকসহ ওই মাংস ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়। এ সময় শিলাবৃষ্টি রেস্টুরেন্টের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। শিলাবৃষ্টি হোটেলের মালিক এই ধরনের কাজ আর করবেন না বলে স্বীকারোক্তি দিলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।