Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাকরিতে পুনর্বহালের দাবিতে ‘করোনা যোদ্ধাদের’ মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চাকরিতে পুনর্বহালের দাবিতে ‘করোনা যোদ্ধাদের’ মানববন্ধন

করোনা মহামারির সময় চট্টগ্রাম বন্দর হাসপাতালে চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ড বয়, আয়াসহ বিভিন্ন পদে অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১১৯ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরিতে বহাল রাখার দাবিতে আজ মঙ্গলবার সকালে তাঁরা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন।

মানববন্ধনে অনেকেই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) পরে অংশ নেন। তাঁদের হাতে ছিল প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করে লেখা নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড। 

বন্দর হাসপাতাল সূত্র জানায়, করোনা মহামারি প্রকট আকার ধারণ করলে ২০২০ সালের ২৪ জুন বন্দর হাসপাতালের অধীনে করোনা ইউনিটে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। তবে এখন করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় রোগী না থাকায় কর্তৃপক্ষের কাছে তাঁদের গুরুত্বও কমে আসে। ফলে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। 

মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন তাঁদের বক্তব্যে বলেন, করোনা মহামারির সময়ে আমরা নিজেদের জীবনকে তুচ্ছ করে বন্দর পরিবারের সদস্যদের সেবা দিয়ে এসেছি। এখন আমাদের হঠাৎ চাকরিচ্যুত করায় এখন আমাদের বড় বিপদের মুখে পড়েছি। আমাদের দুই বছর তিন মাস চাকরির বয়স হয়েছে। এখন চাকরি চলে গেলে আমরা খাব কী, পরিবারকে খাওয়াব কী? 

কর্মসূচিতে অংশ নেওয়ারা নিজেদের ‘করোনা যোদ্ধা’ দাবি করে হাসপাতালের শূন্যপদগুলোতে তাঁদের স্থায়ী নিয়োগের দাবি জানান। এ বিষয়ে তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য এমএ লতিফের কাছে চাকরি পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দেন।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক