Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের ওপর বাংলাদেশির হামলা

প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম) 

সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকের ওপর বাংলাদেশির হামলা

সৌদি আরবের তাবুকে মোস্তফা খোকন নামের এক বাংলাদেশি যুবকের ওপর হামলা হয়েছে। ২৩ জুলাই রাতে ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ভিডিও আপলোড করে মোস্তফা খোকন এ অভিযোগ করেন। বাংলাদেশেরই শওকত এবং মারুফ নামের দুজন হত্যার উদ্দেশ্যে এ হামলা করেছেন বলে দাবি তাঁর।

ভিডিওতে তিনি বলেন, 'আমি শওকত, মারুফের কাছে ২৮ লক্ষ টাকা পাই এবং তাঁরা আমার দুইটা দোকান দখল করে রেখেছে। আমি যে ওদের থেকে টাকা পাই তার সাক্ষী-প্রমাণ সবই আছে। এই বিষয়ে সন্দ্বীপের জনপ্রতিনিধিরাও অবহিত আছেন। পাওনা টাকা চাওয়ায় তাঁরা হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা করেছে।' 

ভিডিওতে নিজের জীবনের অনিরাপত্তা প্রসঙ্গে মোস্তফা বলেন, 'বর্তমানে আমার জীবনের নিরাপত্তা নেই। আমি একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।’

মোস্তফা খোকনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নে। হামলায় অভিযুক্ত শওকত ও মারুফ সম্পর্কে দুই ভাই। তাঁদের বাড়ি সন্দ্বীপ হারামিয়া ইউনিয়নে।

যোগাযোগ করা হলে মুছাপুর ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার আবু তাহের আজকের পত্রিকাকে বলেন, 'পাওনা টাকার বিষয়ে আমরা তিনবার শওকতের গার্ডিয়ানের সাথে শালিস করতে বসেছিলাম। কিন্তু ওরা সৌদি আরব থাকায় ওইখান থেকে কোনো সাড়া না দেওয়ায় সমাধান হয় নাই। টাকা যে পাবে তা সত্য।'

অভিযুক্ত শওকতের মোবাইল নম্বরে (0096654417....) বারবার কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি