লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধক টিকা (কোভিড-১৯) দেওয়া শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যানের অফিসরুমে এই টিকার কার্যক্রম উদ্বোধন করা হয়।
আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী বলেন, রামগতি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৭০২ জন পরীক্ষার্থীকে এই টিকা দেওয়া হবে।