চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন এলাকায় বিএসআরএম কারখানায় কাজ করার সময় ৩ শ্রমিক বিদ্যুতায়িত হয়েছেন। গুরুতর আহত ওই তিন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-ইলেকট্রিশিয়ান মো. সোলাইমান (৪০), মো. শাহিন (২২) ও সহকারী প্রকৌশলী মো. রবিন (৪২)। এদের মধ্যে সোলাইমান ও রবিনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
বিএসআরএম-এর ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা জানান, ‘বিদ্যুতের শর্টসার্কিট থেকে দুর্ঘটনা ঘটেছে। আমরা তাঁদের চিকিৎসার বিষয়ে সহযোগিতা করছি।’