Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ময়নামতি থেকে দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে উপজেলার রায়পুর অংশে ১ কিলোমিটার রাস্তা বন্ধ করে সড়ক ও জনপথ অধিদপ্তর রাস্তা সংস্কারের কাজ করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের দাউদকান্দি রায়পুর অংশে এক পাশে ১ কিলোমিটার রাস্তা বন্ধ করে সকাল থেকে সংস্কার কাজ শুরু করে সওজ। এ কারণে সড়কের একটি অংশ দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা। 

তিশা পরিবহনের চালক ইকরাম হোসেন বলেন, ‘১ ঘণ্টা যাবৎ এক জায়গায় আটকে আছি। কখন যেতে পারব জানি না।’ 

পিকআপ চালক সাইদুল ইসলাম বলেন, ‘মাছ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। পথে ২ ঘণ্টা আটকে আছি। গরমে মাছ নষ্ট হয়ে যেতে পারে।’ 

যানজট বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, এক লেন বন্ধ করে মহাসড়কে রায়পুর অংশে সংস্কার কাজ করার কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। 

কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা আজকের পত্রিকাকে জানান, সড়কের অবস্থা বেহাল। তাই দাউদকান্দির অংশে সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আজ বৃহস্পতিবার হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কাজ চলবে।

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে