Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত, চালকসহ আহত চার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত, চালকসহ আহত চার

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কায় সুজন কুমার দেব (৫৩) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটো চালকসহ চারজন। 

আজ সোমবার ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুজন পাশের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার কাজিরহাট সিংহরিয়া গ্রামের মরিন্দ্র কুমার দেবের ছেলে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ সরোয়ার দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। 

আহতেরা হলেন জহির উদ্দীন (২৮), মোহাম্মদ মানিক (২৪), লাকি আক্তার (৪৮) ও মো. শহিদ (৩৮)। আহতেরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নেন। তবে প্রথম দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ফটিকছড়ি থেকে অটোরিকশা যাত্রী নিয়ে হাটহাজারী দিকে আসছিল। পথে মির্জাপুর ইউনিয়নের ওই স্থানে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে অটোরিকশা আরোহী সুজন কুমার দেব মারা যান। 

হাটহাজারী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে এসে নিহত ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে। 

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী