নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে সর্বোচ্চ ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার প্রায় ৩৮ শতাংশ। আজ সোমবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৮২১ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৫২৭ এবং বিভিন্ন উপজেলার ২৯৪ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে—৪৮ জন। গতকাল মিরসরাইয়ে ছিল ৩৮ ও রাউজানে ৩৫ জন।
আগের দিন রোববার ২ হাজার ৮২ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭০৯ জনের করোনা পজিটিভ আসে। মারা যান সর্বোচ্চ ১৪ জন। শনিবার ১ হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষা করে ৬০৩ জনের পজিটিভ আসে। মারা যান তিনজন।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৮২৯ জনের। এর মধ্যে নগরে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ৬৬১ এবং অন্যান্য উপজেলার ১৫ হাজার ১৬৮ জন।
এ ছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৮০ জন। এর মধ্যে নগরের ৫০০ এবং বিভিন্ন উপজেলার ২৮০ জন।