ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্তনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের আগামীকাল সোমবারের ঈদযাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ রোববার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, দুর্ঘটনার কারণে ঈদযাত্রার ১৭ এপ্রিলের চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে। যাত্রা বাতিল হওয়া ট্রেনের টিকিট ফেরত দেওয়া হবে অথবা ১৯ তারিখ এই ট্রেনের যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। সেদিন সকালে দুটি সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে ছেড়ে যেতে পারে বলে রেলসূত্র জানায়।
আজ রোববার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন।
এতে ট্রেনের ইঞ্জিন ও সাতটি কোচ লাইনচ্যুত হয়। আহত হয় অন্তত ৫০ জন। এরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।