রামু উপজেলার বিভিন্ন পয়েন্ট থেকে ৪১ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আটক করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রামু থেকে ৬৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে উপজেলার রশিদনগর থেকে ১০ জন, জোয়ারিয়ানালা থেকে ১০ জন ও রামু বাইপাস ফুটবল চত্বর থেকে ২১ জনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে রামু উপজেলা কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা আজকের পত্রিকাকে বলেন, কঠোর লকডাউন বাস্তবায়নে রামুর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেখানে গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। মূলত গ্রাম পুলিশেরা স্থানীয় হওয়ায় সহজে রোহিঙ্গাদের চিনতে পারছেন এবং আটক করছেন। প্রায় প্রতিদিনই রামুতে রোহিঙ্গারা আটক হচ্ছেন যা স্থানীয়দের জন্য হুমকি। এক মাসের ব্যবধানে মোট ৪৭৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
স্থানীয় সাংবাদিক সুনীল বড়ুয়া বলেন, মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু মাত্র কয়েক বছরের মধ্যে স্থানীয়দের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে এই জনগোষ্ঠী। ক্যাম্প এলাকাগুলোতে গত কয়ে কমাস ধরে রোহিঙ্গাদের হাতে অনেক স্থানীয় খুন হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে রোহিঙ্গারা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ায় স্থানীয়দের নিরাপত্তার ঝুঁকি বাড়ছে।