Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরীক্ষার্থীর উত্তরপত্র ছিনিয়ে বৃত্ত ভরাট, নোয়াখালীর দুই শিক্ষককে অব্যাহতি

নোয়াখালী প্রতিনিধি

পরীক্ষার্থীর উত্তরপত্র ছিনিয়ে বৃত্ত ভরাট, নোয়াখালীর দুই শিক্ষককে অব্যাহতি
ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বামনী উচ্চবিদ্যালয়ের চলমান এসএসসি পরীক্ষাকেন্দ্রে এক পরীক্ষার্থীর উত্তরপত্র ও এমসিকিউ শিট ছিনিয়ে নিয়ে বৃত্ত ভরাটের অভিযোগে ওই কেন্দ্রের সহকারী হল সুপার ও হল গার্ডকে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম।

ইউএনও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কেন্দ্রের এক পরীক্ষার্থীর থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে কেন্দ্রের হল সুপারসহ অভিযুক্ত সহকারী হল সুপার শাহ কামাল সবুজ ও হল গার্ড নুরুল করিমকে সাময়িকভাবে পরীক্ষার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ওই ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে সহকারী হল সুপার শিক্ষক সবুজের নির্দেশে হল গার্ড নুরুল করিম পরীক্ষার্থী মোসাম্মদ শানজিদা আফরিনকে দেরি করে প্রশ্নপত্র ও উত্তরপত্র দেন। ওএমআর শিট দিতে গড়িমসি এবং সময় শেষ হওয়ার আগেই তার কাছ থেকে উত্তরপত্র ছিনিয়ে নেন। এর প্রতিবাদ করলে সহকারী হল সুপার শাহ কামাল সবুজ অনৈতিকভাবে পরীক্ষার্থী আফরিনের এমসিকিউতে নিজের ইচ্ছেমতো বৃত্ত ভরাট করে উত্তরপত্র জমা দেন। হলরুমের পাশে নিয়ে গালমন্দ, অপমান-অপদস্থ করা হয় ওই পরীক্ষার্থীকে। পরে এই ঘটনায় ওই পরীক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।

নোয়াখালীতে নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৬

নতুন করে জীবন সাজাতে যাচ্ছিলেন চট্টগ্রামে, পথে হারালেন মেয়েকে

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

তামাকের ছোবলে হালদা, হুমকিতে মাছ ও গাছ

রাউজানে একের পর এক হত্যা, আতঙ্কে বাসিন্দারা

মুয়াজের জন্য এখনো পথ চেয়ে থাকেন মা

নোয়াখালীতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর প্রাণহানি

ঘরের তালা খুলে পেলেন বোনের গলাকাটা লাশ

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ