Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

হত্যা মামলায় মিরসরাই পৌর প্যানেল মেয়র রাজু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

হত্যা মামলায় মিরসরাই পৌর প্যানেল মেয়র রাজু গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাহাদাত হোসেন হত্যা মামলায় গতকাল রাতে মিরসরাই পৌরসভা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে মিরসরাই থানা-পুলিশ। বর্তমানে তাঁকে মিরসরাই থানা হাজতে রাখা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার আজিম হোসেন শাহাদাত (২০) নামের এক যুবককে রাজুর মালিকানাধীন মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতাল ভবনের একটি কক্ষে হত্যা করা হয়। এ ঘটনায় রাজু ও তাঁর তিন সঙ্গীকে আসামি করে শুক্রবার রাতেই মিরসরাই থানায় হত্যা মামলা করেন নিহত শাহাদাত হোসেনের বাবা আবদুল বাতেন। মামলায় ছেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেন তিনি।

এ প্রসঙ্গে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শাহাদাত হোসেন আজিমের (২০) পিতা আব্দুল বাতেন বাদী হয়ে মিরসরাই থানায় রাজুকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। প্রধান আসামি শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, শাহাদাত আজিম ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের পুত্র।

মুয়াজ্জিনকে তুলে নিয়ে ‘পায়ে গুলি’, ১০ বছর পর ওসিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ইন্টার্নদের কর্মবিরতি, চট্টগ্রাম মেডিকেলের বহির্বিভাগে চিকিৎসাসেবা ব্যাহত

ই–মেইলে প্রশ্ন ফাঁসের অভিযোগ কুবি শিক্ষকের বিরুদ্ধে, পরীক্ষা স্থগিত

বালুর টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপে টেঁটাযুদ্ধ, আহত ২০

আনোয়ারায় ছোট ভাইকে হত্যার অভিযোগে নারীসহ গ্রেপ্তার তিন

দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

লক্ষ্মীপুর পলিটেকনিকের শিক্ষক সোবহানকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

অবৈধ বালু উত্তোলনে ‘আইসিইউ’তে হালদা

চট্টগ্রামে কয়লাবিদ্যুৎকেন্দ্রের পাইপ লাইনে লিকেজ

বেগমগঞ্জে সড়কের পাশে পড়ে থাকা কার্টনে নবজাতকের মরদেহ