Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়া যুবদলের সম্পাদককে তুলে নেওয়ার অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়া যুবদলের সম্পাদককে তুলে নেওয়ার অভিযোগ

কক্সবাজারের চকরিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জকরিয়াকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার গণমাধ্যমের কাছে এই অভিযোগ করেছেন যুবদল নেতার স্ত্রী তানিয়া সুলতানা। 

এ বিষয়ে চকরিয়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘জকরিয়া নামে কেউ আমাদের কাছে আটক নেই। তবে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ 

তানিয়া সুলতানা বলেন, ‘গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে আমার সঙ্গে কথা হয়। এ সময় তিনি জানিয়েছিলেন, পরিচিত এক ব্যক্তির সঙ্গে গাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ে কথা বলতে কক্সবাজার শহরে যাবেন। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’ 

তিনি আরও বলেন, ‘কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে জানতে পেরেছি, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনী লোক পরিচয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।’ 

এদিকে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উপজেলা যুবদলের সভাপতি ওমর আলী আজকের পত্রিকাকে বলেন বলেন, ‘প্রায় ২৪ ঘণ্টা পার হলেও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জকরিয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজনীতির পাশাপাশি গাড়ির ব্যবসা রয়েছে তাঁর। আমি যত দূর জানি, তাঁর বিরুদ্ধে আদালত ও থানায় কোনো মামলা নেই। অবিলম্বে জকরিয়াকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর অথবা আদালতে হাজির করার দাবি জানাচ্ছি।’

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার