Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে বাড়ানো হয়েছে সার্ভিস চার্জ

পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে বাড়ানো হয়েছে সার্ভিস চার্জ

রপ্তানিমুখী পোশাক শিল্পের ব্যয় আরও এক দফা বাড়ল। আজ বুধবার শিল্পের শতভাগ আমদানি ও রপ্তানি পণ্য জাহাজিকরণের কাজে ব্যবহৃত চট্টগ্রামের ১৯টি বেসরকারি ডিপোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) থেকে এ চার্জ বাড়ানো হয়। 

 
বিজিএমইএ এর সহসভাপতি মো. রাকিবুল আলম বলেন, গত কয়েক দিনের চলমান ধর্মঘটের কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আজ থেকে আবার বেসরকারি ডিপোগুলোতে সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। ফলে আমাদের এ ব্যবসা টিকিয়ে রাখা দুষ্কর হয়ে উঠেছে। 
 
চার্জ বাড়ানো প্রসঙ্গে বেসরকারি ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব মো. রুহুল আমিন সিকদার বলেন, ডিজেলে মূল্য বৃদ্ধির কারণে আমাদের যেসব ইকুইপমেন্ট ডিজেল চালিত সেসব ইকুইপমেন্টে চার্জ বাড়ানো হয়েছে। পাঁচ ধরনের সেবার মধ্যে ২০ ফুট কন্টেইনারের জন্য ইমপোর্ট হ্যান্ডেলিং প্যাকেজ চার্জ পূর্বে ৭ হাজার ৯৩০ টাকা ছিল। এখন তা ২৩ শতাংশ বাড়িয়ে ৯ হাজার ৭৪৫ টাকা করা হয়েছে। ৪০ ফুট কন্টেইনার ৯ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার ২৫০ টাকা করা হয়। 

এ ছাড়া এক্সপোর্ট স্টাফিং প্যাকেজ ৪ হাজার ১৪০ টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার ৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। এক্সপোর্ট ৪০ ফুট কন্টেইনার স্টাফিং ৫ হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৭৯০ বাড়ানো হয়। একইভাবে লিফট অন-অফ চার্জ ২৩ শতাংশ বাড়িয়ে ৩৪৫ টাকা থেকে ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভিজিএম চার্জ ১ হাজার ১৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪১৫ টাকা করা হয়। 
 
এ বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স ফাল্গুনী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল খান বলেন, দেশের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে সব সেক্টরে প্রভাব পড়েছে। সর্বশেষ বেসরকারি ডিপোগুলোতেও সার্ভিস চার্জ বাড়ানো হয়েছে। 

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি