Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫ কলেজে কেউ পাস করেনি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা শিক্ষা বোর্ডে ৫ কলেজে কেউ পাস করেনি

এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাঁচ কলেজে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কোনো প্রতিষ্ঠানে একজন মাত্র শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েও ফলাফল শূন্য। আজ বুধবার ফলাফল ঘোষণার পর এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।

শূন্য পাস কলেজগুলোর মধ্যে ফেনী সদরের নোবেল কলেজ। প্রতিষ্ঠানটি থেকে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করতে পারেনি। ফেনী সদরের আরেক কলেজ গ্রীনল্যান্ড কলেজ থেকেও একজন পরীক্ষা দিয়ে পাস করতে পারেনি। 

এ ছাড়া বি-বাড়িয়ার কৃষ্ণনগর আব্দুল জাব্বার স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন, নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকে আটজন, চাঁদপুর জেলার মতলব দক্ষিণের ডাক্তার এম শামছুল হক মডেল কলেজ থেকে নয়জন পরীক্ষা দিয়ে কেউই পাস করতে পারেনি। 

ফেনী গ্রীনল্যান্ড কলেজের সভাপতি সহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘করোনার সময় আমরা কোনো শিক্ষার্থী ভর্তি করতে পারি নাই। একটি মেয়ে অনিয়মিত শিক্ষার্থী ছিল। বিয়ে হয়ে যাওয়াই কলেজে আসেনি।’ 

নবীনগর জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গোলাম ছাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘এ প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখা পর্যন্ত এমপিওভুক্ত। কলেজ শাখায় পাঠদানের অনুমতি আছে। রয়েছে শিক্ষকের সংকট। সাতজন শিক্ষক দিয়ে কলেজ শাখা চালানো হচ্ছে। আমাদের সীমাবদ্ধতার কারণে এবার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।’ 

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান বলেন, ‘আজ ফলাফল ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময় শূন্য পাসের কলেজগুলোর বিষয়ে আমরা পদক্ষেপ নিব।’ 

কুমিল্লার শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় ৭৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন