হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবিতে বিগত সরকারের দুর্নীতি অনুসন্ধানে কমিটি

চবি সংবাদদাতা

ফাইল ছবি

গত ১৬ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণে কোন দুর্নীতি হয়েছে কি-না তা খতিয়ে দেখতে দশ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৬ তম জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্তে গত ১৫-১৬ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী নিয়োগ এবং বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে কোন অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি-না, তা উদ্‌ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে সভাপতি করা হয়েছে। সদস্যসচিব হয়েছেন চবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ।

সদস্যরা হলেন–মার্কেটিং বিভাগের অধ্যাপক এস. এম. সালামত উল্যা ভূঁইয়া, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাখাওয়াত হুসাইন, আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোর্শেদুল হক এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন