চট্টগ্রাম আদালতে হাজতখানা থেকে আসামি পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে তদন্ত কমিটির প্রতিবেদনে। আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সুপার এস এম শফিউল্লাহ আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। এতে পাঁচজনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে, তাঁদের নাম প্রকাশ করেনি তিনি।
৫ জানুয়ারি গ্রেপ্তার একাধিক মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চুকে (৬০) চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে অন্য আসামিদের সঙ্গে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ তিনি পালিয়ে যান। এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশের সাত সদস্যকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া ৬ জানুয়ারি জেলা সদর কোর্টের পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এর পাশাপাশি চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।