মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-হেলপার নিহত হয়েছেন।
আজ রোববার (২৩ মে) ভোর ৬টায় মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সিনিয়র অগ্নিনির্বাপণ কর্মী বিশ্বজিৎ জানান, মৃত অবস্থায় কাভার্ড ভ্যান চালক তৌহিদ (৩৫) ও হেলপার রুবেলকে (৩০) উদ্ধার করা হয়েছে। তাঁদের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়।
জানা গেছে, ঢাকাগামী কাভার্ড ভ্যানের পেছনে দ্রুতগামী একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার নিহত হয়ে গাড়ির সিটের সঙ্গে আটকে থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁদের উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক ফিরোজ কবির বলেন, নিহতদের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা হয়েছে।