Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের রহস্য উদ্ঘাটন না হলেও ৯ বছর পর সব আসামি খালাস

ফেনী প্রতিনিধি

নিখোঁজের রহস্য উদ্ঘাটন না হলেও ৯ বছর পর সব আসামি খালাস

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাসিন্দা সিএনজি অটোরিকশা চালক জয়নাল আবেদীনকে অপহরণ করে হত্যার পর লাশ গুমের অভিযোগের মামলায় অভিযুক্ত সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। এ সময় ওই ৬ আসামির মধ্যে দুলাল, দেলোয়ার হোসেন লিটন, সিরাজুল ইসলাম মাস্টারসহ ৫ জনই আদালতে উপস্থিত ছিলেন। 

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে পাতাইল্লা বেড়িবাঁধে চা দোকান থেকে নিখোঁজ হন উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া গ্রামের বাসিন্দা মো. জয়নাল আবেদীন। ১২ জানুয়ারি বড় ফেনী নদীর তীরে জয়নালের পরনে থাকা জ্যাকেট পাওয়া যায়। তিনি ওই এলাকার কাশেম আলী সারেং বাড়ির মুক্তিযোদ্ধা ছেরাজুল হকে ছেলে। এ ঘটনায় ওই বছরের ১৮ জানুয়ারি ছেরাজুল হক ৪ জনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা মো. আমির হোসেন ৬ জনকে অভিযুক্ত করে ২০১৩ সালের ৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। একই বছরের ২৪ নভেম্বর অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহম্মদ বলেন, এই রায়ে নজির স্থাপন হয়েছে। 

আসামিপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, আমাদের আদালতের প্রতি আস্থা রয়েছে। বিচারক মামলা পর্যবেক্ষণ করে সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন। আমরা রায় পেয়ে সন্তুষ্ট।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত