চট্টগ্রামে ওয়ান ব্যাংকের ১৫৯ কোটি টাকা পাওনা আদায়ের মামলায় শীতলপুর অটো স্টিল মিলের চেয়ারম্যান, এমডি ও তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার এই পরোয়ানা জারি করেন আদালতের বিচারক মুজাহিদুর রহমান।
মামলার বিবাদীরা হচ্ছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, এমডি নাজিম উদ্দিন, পরিচালক মো. জানে আলম, মো. হোসেন ও মো. মাহবুব আলম।
ওয়ান ব্যাংকের আইনজীবী নাইম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘ব্যাংকের পাওনা ১৫৯ কোটি টাকা আদায়ে যথাযথ প্রক্রিয়ায় মামলা করার পর বিবাদীদের প্রতি সমন জারি করেন বিচারক। পরপর দুইবার কোনো সাড়া না দেওয়ায় আজ আদালতের বিচারক তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।’
আদালতের পেশকার মোহাম্মদ হারুন বলেন, ওয়ান ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেওয়ার পর উল্লিখিত টাকার চেক দেন বিবাদীরা। কিন্তু পরবর্তী সময়ে চেক নগদায়ন না হওয়ায় ব্যাংকের পক্ষ থেকে সহযোগী ব্যবস্থাপক জুয়েল দাশ মামলাটি দায়ের করেন। মামলাটির বিচারের অংশ হিসেবে বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য কয়েকবার সমন দেওয়া হয়। কিন্তু তাঁরা উপস্থিত হননি। এ অবস্থায় বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন।