খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার সময় এক্সকাভেটর মেশিন উল্টে চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমানের (৩০) বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কবিরহাটে।
খোঁজ নিয়ে জানা গেছে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে পাহাড় কাটে। এর আগেও বালু উত্তোলনের অভিযোগে তাঁর এক্সকাভেটর ও বালু জব্দ করা হয়েছিল।
রামগড় থানার উপপরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘খবর পেয়েই রামগড় থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শনে আসি। এক্সকাভেটর মেশিনটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হয়েছে।
এর আগেও কালাডেবা এলাকার সম্প্রুপাড়ায় মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি পাহাড় কাটার সময় পাহাড়ধসে নিহত হন।