বান্দরবানের থানচিতে নিষেধাজ্ঞা অমান্য করে ভ্রমণ করায় পাঁচ পর্যটকসহ ছয়জনকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আবুল মনসুর এ জরিমানা করেন।
পর্যটকেরা হলেন– কুমিল্লা জেলা বাসিন্দা হৃদয় কুমার রায় (২২), দীনবন্ধু কর্মকার (২৪), সাজ্জাদ হোসেন (২৫), সৌমেন মজুমদার (২৪) ও অপূর্ব দেবনাথ (২৩)।
পুলিশ ও প্রশাসনের সূত্রে জানা যায়, থানচি উপজেলা প্রশাসনের তালিকাভুক্ত পর্যটক পথ প্রদর্শক বুদ্ধি চন্দ্র ত্রিপুরা গত ১৫ মার্চ পর্যটন কেন্দ্র জিন্না পাড়ায় আমিয়াখুম, ঙাফাখুম, সাতভাইখুমসহ কয়েকটি পর্যটন কেন্দ্র ভ্রমণে যান। ছয় দিন ভ্রমণের পর আজ উপজেলা সদরের পৌঁছালে থানচি থানা-পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. ইমাম আলী বিজিবি চেক পোস্ট থেকে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হাজির করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মুহা. আবুল মনসুর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সত্যতা স্বীকার করায় পথ প্রদর্শককে এক হাজার ও পাঁচ পর্যটককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ১৪ মার্চ রাতে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত এক পত্রে থানচি রুমা রোয়াংছড়ি তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।