হোম > সারা দেশ > চট্টগ্রাম

জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত, মন্তব্য বিএনপি নেতার

 কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দেন কামরুল হুদা। ছবি: সংগৃহীত

‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা।

আজ বুধবার দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত নিশ্চিত। এটা আমি বিশ্বাস করি। কারণ, তিনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।’

কামরুল হুদা বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম মহানায়ক ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অন্য দিকে শেখ পরিবারে কোনো মুক্তিযোদ্ধা নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস পালিয়ে যাওয়ার ইতিহাস। গত ১৭ বছর আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল। জাতীয়তাবাদী দলের আন্দোলনে তাদের সেই উদ্দেশ্য নস্যাৎ হয়েছে। দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী দল কোনো ষড়যন্ত্রের পা দেবে না। সব ষড়যন্ত্র নস্যাৎ করে আগামীতে বিএনপিই সরকার গঠন করবে।’

এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা সৃষ্টি হয়। পরে এ বিষয়ে জানতে চাইলে কামরুল হুদা মোবাইল ফোনে বলেন, ‘আমি সঠিক বলেছি। জিয়াউর রহমান যে মক্কা শরিফে হাজিদের সুবিধার্থে গাছ লাগিয়েছেন তা কি জানেন? এতে হাজিদের সুবিধা হচ্ছে। পবিত্র মক্কা শরিফে নিমগাছ লাগানোর কারণে প্রতিদিন তাঁর নাম নিলে বেহেশত নিশ্চিত।’

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবুল হাসনাত মিয়া মো. জোবায়ের। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু।

লঞ্চে নবজাতকের জন্ম, আজীবন ফ্রি যাতায়াত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২ দফা মাইন বিস্ফোরণ, মরল কুকুর ও বন্য শূকর

বিয়ে করলেন গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতা রাফি, কনে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু

গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত কারাগারে

সোনাদিয়ার সাড়ে ৯ হাজার একর জমি বন বিভাগে হস্তান্তরের উদ্যোগ

শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি: স্বামীর যাবজ্জীবন, স্ত্রীর ১৪ বছর সাজা

ভিজিএফের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাঙামাটিতে কৃষিকাজের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নোয়াখালীতে চাঁদা না পেয়ে দোকান-ফার্মে হামলা, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

সাবেক মন্ত্রী তাজুলের পরিত্যক্ত বাড়িতে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫