Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

ফেনী প্রতিনিধি

ফেনীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে ৩ ভাইয়ের মৃত্যু

ফেনীতে সেপটিক ট্যাংকে বিস্ফোরণে তিন ভাই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের নাজির রোড এলাকায় রহুল আমিন ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ভাই একই ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর বসবাস করতেন। তাঁরা সবাই দিনমজুরের কাজ করতেন।

এ ঘটনায় নিহত তিন ভাই হলেন খুলনার বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার পঞ্চকরণ গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে নুর ইসলাম, মনিরুজ্জামান মুন্সি ও আবদুর রহমান।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বেলা ১১টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলাসহ দ্বিতীয় তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। একই সময়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় আরেক ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস স্টেশনের উপপরিচালক পূর্ণচন্দ্র মূতসুদ্দি জানান, পাঁচতলা ভবনটির সেপটিক ট্যাংকের গ্যাস বের হওয়ার জন্য কোনো পাইপলাইন সংযোগ ছিল না। তাই মিথাইল গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। 

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক