হোম > সারা দেশ > চট্টগ্রাম

মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে গোখরা সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের মতলব উত্তরে মাছ ধরতে গিয়ে খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। 

লিটন খানের বাড়ি ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে। তিনি এক ছেলে ও দুই মেয়েসন্তানের বাবা। তাঁর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদ। 

স্থানীয় লোকজন জানান, গতকাল সন্ধ্যার দিকে বাড়ির পাশের খালে জাল দিয়ে মাছ ধরতে গেলে লিটন খানকে খৈয়া গোখরা সাপ কামড় দেয়। তাৎক্ষণিক তিনি সাপটি জালে আটকে বাড়িতে নিয়ে আসেন। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজন লিটনকে রাত সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

রাঢ়ীকান্দি গ্রামের মো. সৈয়দ খান জানান, লিটন কৃষিকাজ করতেন। শখের বসে খালেবিলে মাছ ধরতেন। গতকাল সন্ধ্যায় তিনি পাশের বিলে রিং জাল দিয়ে মাছ সংগ্রহ করতে গেলে খৈয়া গোখরা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়। 

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হাসিবুল ইসলাম বলেন, খৈয়া গোখরা সাপের কামড়ে শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা ঝরে। সাপের কামড়ানোর পর লিটনকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন