Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত ১

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত, আহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার রাত ১১টায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মস্তাননগর বাইপাস থেকে দক্ষিণে মুরালিপুর রাস্তার মাথায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাত ১১টার দিকে মুরালিপুর রাস্তার মাথায় চট্টগ্রামগামী ট্রাক, কাভার্ডভ্যান ও জোনাকি পরিবহনের একটি বাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়।

নিহতরা হলেন- সুমন, ফরিদ, হাসান, কাশেম ও ফকির। গুরুতর আহত হয়েছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার এএসআই মো. মোস্তফা।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, বাইপাসে সোনা পাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি কাভার্ডভ্যান চট্টগ্রামগামী ট্রাকের পেছনে ধাক্কা দিলে ট্রাকটি সামনের জোনাকি পরিবহনের বাসে ধাক্কা লাগে। এমন সময় সেখানে দায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের সঙ্গে দাঁড়ানো ছিলেন সিএনজি অটোরিকশা চালকেরা। জোনাকি পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে পাঁচ সিএনজি অটোরিকশা চালক মারা যান। আহত হন পুলিশ কর্মকর্তা এএসআই মোস্তফা। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এসআই সাইফুল ইসলাম জানান, তিনটি পরিবহনকেই জব্দ করা হয়েছে।

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক