Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণপিটুনিতে ইউপিডিএফ কর্মীর মৃত্যু: মানিকছড়িতে সড়ক অবরোধ 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

গণপিটুনিতে ইউপিডিএফ কর্মীর মৃত্যু: মানিকছড়িতে সড়ক অবরোধ 

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফের কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ চলছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ইউপিডিএফের (মূল) ডাকে এই কর্মসূচি শুরু হয়। তাই জেলার পাঁচ উপজেলা ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বন্ধ ছিল গাড়ি চলাচল। পুলিশের প্রহরায় গাড়ি চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

এ নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ‘ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে। 

আজ সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন ইউপিডিএফের (মূল) কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিভিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়। 

 খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে কর্মী নিহতের ঘটনায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ।অন্যদিক একই সময়ে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউপিডিএফ (মূল) দলের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন পিকেটাররা। 

এ সময় পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে অটো ও মোটরসাইকেলচালকেরা অনুরোধ করে রক্ষা পান। 

উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী গণপিটুনিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় দলটি।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত