Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগতিতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২২ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগতিতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২২ 

লক্ষ্মীপুরের রামগতিতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদর আলেক্সান্ডার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। দফায় দফায় সংঘটিত এই সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে গুরুতর আহত জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান, পিরাছা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও জহির উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ফয়সালের নেতৃত্বে কিশোর গ্যাং পিকে গ্রুপের সদস্যরা দুপুরে আলেক্সান্ডার বাজারে অপর কিশোর গ্যাং আরিফ গ্রুপের সাদ্দাম হোসেনকে মারধর করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে একপর্যায়ে দুই পক্ষের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। পরে ফয়সালের লোকজন হামলা চালিয়ে প্রতিপক্ষের বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আরিফের পক্ষের শাহেন শাহ, তৌফিকুজ্জামান পিরাছা, রফিকুল ইসলাম রিয়েল, তাওহীদুল ইসলাম রাজা, ইকরা, তানিম, সাদ্দাম ও আবদুর রহমান এবং ফয়সলের পক্ষের জামাল উদ্দিন, ফয়সাল, হৃদয়, ছালেহ উদ্দিন, হান্নান, জহির, বেল্লাল, মাহে আলম, মমতাজ বেগম, তাছনুর বেগমসহ উভয় পক্ষের ২২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, ‘সংঘর্ষে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি