Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবক

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হাছান মিয়া (২৭) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় দুবাইয়ের আল আইনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাছান মিয়া মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের উত্তর নাহেরপুর গ্রামের সওদাগর বাড়ির মোহাম্মদ আবু ভান্ডারির ছেলে। 

হাছানের বন্ধু শেখ রাহাদ খান বলেন, ‘হাছান আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি। এসএসসি পাসের পর সে দুবাই চলে যায়। সেখানে একটি মোটরসাইকেল কোম্পানিতে ডেলিভারির কাজ করত। শুক্রবার রাতে একটি মোটরসাইকেল ডেলিভারি দিতে যাওয়ার সময় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ 

এদিকে ৪ নম্বর ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর ভূঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ইউনিয়নের নাহেরপুর গ্রামের হাছান নামে একটি ছেলে দুবাইতে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।’ 

সংযুক্ত আরব আমিরাতে মিরসরাই সমিতির সভাপতি সাইফুল ইসলাম জানান, ‘হাছানের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। নিহত হাছান মিয়ার মরদেহ সকল আইনি প্রক্রিয়া শেষ করে দেশে পাঠানোর জন্য সংগঠনের পক্ষ থেকে চেষ্টা চলছে। আমাদের সংগঠন প্রবাসীদের দুর্ঘটনায় সব সময় সহযোগিতার জন্য পাশে থাকে। সে মারা যাওয়ার খবর শুনে খুবই ব্যথিত হয়েছি। মরদেহ দেশে নিয়ে আসতে কয়েক দিন সময় লাগবে।’

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক