Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিকটক নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও সাতকানিয়া প্রতিনিধি

টিকটক নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের

টিকটক করা নিয়ে ঝগড়ার জেরে চট্টগ্রামের লোহাগাড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব তাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও একজন।

নিহত মুমিন ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নালারকুল মুন্সিপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে ও পুটিবিলা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আহত হয়েছে একই এলাকার রহমত উল্লাহর ছেলে মো. মুকিত উদ্দিন (১৭)।

জানা যায়, গতকাল সন্ধ্যায় দুই বন্ধু পূর্ব তাঁতিপাড়া শাহ্ ইমাম বাড়ি মসজিদের বার্ষিক সভায় যায়। সেখানে ভাসমান দোকানে টিকটক করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া হয়। এতে দুজনের ঝগড়া দুপক্ষের ঝগড়ায় রূপ নেয়। একপর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে আরেক পক্ষ পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মুকিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও মুমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রীতুপূর্ণা হৈমন্তিকা দাশ গুপ্তা বলেন, রাত ১০টার দিকে ছুরিকাঘাতে নিহত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লক্ষ্মীপুরে শ্রমিক দলের নেতা হত্যা: ৩৯ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার ৪

বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়া হলো না সিয়ামের

কক্সবাজার সৈকতে নীরবতা ভেঙেছে, আসছেন পর্যটকেরা

চোর সন্দেহে গণপিটুনিতে শ্রমিক দলের নেতা নিহত

মুহূর্তে বিষাদে ভরে গেল ঈদ, ২ ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মায়ের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-মিনিবাসের সংঘর্ষ, নিহত ৫

রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজের বাবার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

চট্টগ্রামে দুই খুন: পুলিশের কাছে গিয়ে বাঁচানোর আকুতি জানিয়েছিলেন হতাহতরা

সংঘর্ষ ও খুনের পর মিরসরাইয়ে বিএনপির ৩ কমিটি স্থগিত

মির্জাখীল দরবার শরিফের অনুসারীদের ঈদ উদ্‌যাপন