Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ছেলেকে জোর করে মাদ্রাসায় রেখে যান মা, পরদিন মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ছেলেকে জোর করে মাদ্রাসায় রেখে যান মা, পরদিন মরদেহ উদ্ধার

ফেনীর পুলিশ লাইনস এলাকার মিছবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইসরাফিল হোসেন ইফাতের (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, মাদ্রাসার ৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

ইফাত কুমিল্লার চৌদ্দগ্রামের জগন্নাথ ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের ওমান প্রবাসী মো. ইয়াসিনের ছেলে। 

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. ইউনুছ জানান, গত ৫ দিন আগে ইফাত মাদ্রাসা থেকে চলে গেলে গতকাল শুক্রবার বিকেলে তার মা জোর করে মাদ্রাসায় রেখে যান। তার নিরাপত্তার কথা চিন্তা করে মাদ্রাসা কর্তৃপক্ষ তাকে রাখতে অস্বীকৃতি জানালেও তাকে রেখে যাওয়া হয়। একপর্যায়ে ভোরে পড়ার সময় তাকে ক্লাসে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করা হয়। এর কিছুক্ষণ পর বাড়ির মালিক হাজি রিয়াজ উদ্দিন খবর দেন একজন ছাত্রের মরদেহ ভবনের পাশে রাস্তায় পড়ে আছে। পরে ৯৯৯ কল দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

ইফাতের সহপাঠী মোবারক হোসেন বলছে, জামা আনতে যাওয়ার কথা বলে তাকে রাত ৩.৫৫ মিনিটে সিঁড়ি দিয়ে ছাদের দিকে ডেকে নিয়ে যায় ইফাত। কিন্তু অন্ধকার হওয়ায় সে আর ছাদে না গিয়ে ৫ তলা থেকে রুমে চলে আসে। পরে ঘটনাটি জানতে পারে সে। 

এ বিষয়ে ফেনী মডেল থানার উপপরিদর্শক মো. ইফরান খান বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ভাঙা বালতি জব্দ করা হয়েছে।’ 

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক