চট্টগ্রাম নগরীতে নোংরা পরিবেশে সেমাই তৈরি ও প্যাকেটে মূল্য না থাকায় ডায়মন্ড সেমাই কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম নগরের চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ এ তথ্য জানান। তিনি বলেন, ঈদ সামনে রেখে বিভিন্ন কারখানায় সেমাই তৈরি হচ্ছে। অভিযানে ডায়মন্ড সেমাই কারখানায় দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে।
ফয়েজ উল্যাহ বলেন, কারখানায় এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হয় অননুমোদিত রাসায়নিক উপাদান। প্যাকেটের গায়েও কোনো মূল্য লেখা ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকারের উপপরিচালক আরও বলেন, একই দিন তুলাতলী জামাই বাজারে দুটি মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় তাদের পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।