সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ভাঙচুরের পর আগুন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার বড় রাজাপুর এলাকায় তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা আহ্বায়ক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, গত জুলাই-আগস্টের আন্দোলনে যে হামলা চলে, তার মাস্টারমাইন্ড ছিলেন ওবায়দুল কাদের। তাঁর নির্দেশে নিরপরাধ ছাত্রদের হত্যা করা হয়। তাঁর নির্দেশে চলে শিক্ষার্থীদের ওপর নির্যাতন। আওয়ামী লীগের অপকর্মের মূল হোতা তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর পালিয়ে থেকেও তিনি দলের নেতা-কর্মীদের উসকে দিচ্ছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছেন।
আরিফুল ইসলাম আরও বলেন, এসব কারণে ক্ষুব্ধ ছাত্র-জনতা ওবায়দুল কাদেরের বাড়িতে আজ এই হামলা চালিয়েছে।
স্থানীয় লোকজন জানায়, বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ওবায়দুল কাদেরের এই বাড়িতে থাকতেন তাঁর ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা, তাঁর আরেক ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন এবং মাস্টার ফজলুল কাদের মিন্টু খান। নোয়াখালী সফরে এলে ওবায়দুল কাদের এ বাড়িতেই উঠতেন।