Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কবরস্থানে অস্ত্রসহ লুকিয়ে থাকা যুবদল নেতা কারাগারে

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

কবরস্থানে অস্ত্রসহ লুকিয়ে থাকা যুবদল নেতা কারাগারে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ২১ মামলার পলাতক আসামি যুবদল নেতা মো. মাসুদকে (৩৮) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জঙ্গল সলিমপুরের উত্তর ফকিরপাড়া কবরস্থানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

মো. মাসুদ উত্তর ফকিরপাড়া এলাকার বাসিন্দা ও সলিমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেপ্তার মাসুদ সলিমপুর ইউনিয়ন যুবদল সভাপতি সন্ত্রাসী রোকনের সহযোগী। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, দস্যুতা, খুনসহ বিভিন্ন অপরাধের ঘটনায় ২১টি মামলা রয়েছে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।’ 

তোফায়েল আহমেদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সন্ত্রাসী রোকন বাহিনীর ৩৫ জন সদস্যকে নিয়ে সে সীতাকুণ্ডের পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা ও ডাকাতি কার্যক্রম চালাত। তাকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।

সাহরিতে খাবার গরম করতে চুলা জ্বালাতেই বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মায়ের মামলা

সম্পত্তির জন্য বৃদ্ধকে হাত-পা বেঁধে ১৩ দিন ধরে নির্যাতন স্ত্রী–সন্তানদের

আইনশৃঙ্খলার অবনতি আতঙ্কে জনসাধারণ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুই পক্ষের গোলাগুলি, যুবক নিহত

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার