Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

যমুনা অয়েলের ডিপো কর্মকর্তা নিখোঁজ, হিসাবে ‘গড়মিল’ উদ্‌ঘাটনে তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

যমুনা অয়েলের ডিপো কর্মকর্তা নিখোঁজ, হিসাবে ‘গড়মিল’ উদ্‌ঘাটনে তদন্তে কমিটি

রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর সুপার (ডিএস) আহসান বিন জামাল তমাল ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। নির্ধারিত দিনে তিনি কর্মস্থলে উপস্থিত হননি। একই দিন অডিট কর্মকর্তারা উপস্থিত হয়ে জ্বালানি তেল কম পান বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ঘটনা তদন্তে ১০ জুলাই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান, বিপিসি জেনারেল ম্যানেজার (বিপণন) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা তদন্তকাজ শুরু করেছি। যমুনা অয়েল কোম্পানির পার্বতীপুর ডিপোর সুপার আহসান বিন জামাল তমাল কিছুদিন ধরে নিখোঁজ রয়েছেন। সেই সঙ্গে পার্বতীপুর ডিপোয় তেলের কোনো ঘাটতি আছে কি না এই দুটো বিষয় আমরা তদন্ত করছি।’

বিপিসি সূত্রে জানা গেছে, ঢাকায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গত ২৯ জুন পার্বতীপুর উপজেলার কর্মস্থল থেকে রওনা হন তমাল। ১ জুলাই তাঁর কার্যালয়ে যোগদানের কথা ছিল।

অডিট বিভাগের নিরীক্ষা দল ১ জুলাই ডিপোতে গেলে তাঁরাও ওই কর্মকর্তার দেখা পাননি। জ্বালানি তেলের মজুত ঠিক আছে কি না, তা দেখতে অডিট নিরীক্ষা দলটি তখন ডিপোতে গিয়েছিল। এরপর ওই কর্মকর্তা ছুটি নিয়ে লাপাত্তা থাকার বিষয়টি জানাজানি হয়। পরে অডিট দল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে।

এ বিষয়ে জানতে চাইলে যমুনা অয়েল কোম্পানির উপমহাব্যবস্থাপক (অপারেশন) হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা তাঁর স্থায়ী ঠিকানায় যোগাযোগ করি। সেখানেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করেছি। এ ছাড়া ওই ডিপোতে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

অভিযোগ উঠেছে, পার্বতীপুর ডিপোতে জ্বালানি তেল কম পেয়েছেন অডিট বিভাগের কর্মকর্তারা। এ ঘাটতি তেল সমন্বয় করারও চেষ্টা চলছে।

পার্বতীপুর জিআরপি থানার সেকেন্ড অফিসার সাজেদুল ইসলাম বলেন, ৩ জুলাই পার্বতীপুর যমুনা অয়েল ডিপোর ওই কর্মকর্তা নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে। জিডিতে ১ জুলাই থেকে ওই কর্মকর্তা নিখোঁজ থাকার কথা উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, পার্বতীপুরে যমুনা অয়েল করপোরেশন লিমিটেডের উপব্যবস্থাপক মোহাম্মদ শাহজালাল এ জিডি করেছেন।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক