সমন্বয়কদের মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, কারফিউ প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে নোয়াখালীতে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ সোমবার নোয়াখালী জিলা স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা।
এ সময় বক্তারা সারা দেশে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিহতদের স্মরণ করেন। এসব হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু বিচারের দাবি করেন। শিক্ষার্থীরা ঢাকায় পুলিশের গুলিতে নিহত নোয়াখালী পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান রিজভীর হত্যার বিচার দাবি করেন।
বিক্ষোভে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও কয়েকজন অভিভাবক বক্তব্য দেন। বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।