Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডুমুরিয়ায় চুরির অভিযোগে গণধোলাইয়ে একজনের মৃত্যু

প্রতিনিধি

ডুমুরিয়ায় চুরির অভিযোগে গণধোলাইয়ে একজনের মৃত্যু

ডুমুরিয়া (খুলনা): খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ভ্যান চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো. হাফিজুর রহমান গাজী (৪৫) খুলনার ডুমুরিয়া উপজেলার টপিনা গ্রামের মো. আলতাফ হোসেন গাজীর ছেলে। সোমবার (২৪ মে) গভীর রাতে টপিনা গ্রামের আজিত গাজীর ভ্যান চুরি করে নিয়ে যাওয়ায় পথে বরুনা বাজারে ধরা পড়লে তাঁকে গণপিটুনি দেওয়া হয়।

জানা যায়, এলাকার লোকজন হাফিজুরকে মারধর করে পা ভেঙে দেয় ও শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। পরে তাঁকে টপিনা বালিয়াখালী সেতুর পূর্ব পাশে হাবিবুল্লা গাজীর চায়ের দোকানের সামনে ফেলে রেখে যায়।

সকালে স্থানীয় ইউপি সদস্য মো. মহসিন এবং হাফিজুর রহমান গাজীর ভাই মফিজুল ইসলাম গাজী মিলে হাফিজুরকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সকাল সাড়ে ৮টায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডুমুরিয়া থানায় ওসি ওবাইদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, হাফিজুর রহমান রাতে ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার পথে বরুনা বাজারে ধরা পড়লে তাঁকে গণধোলাই দিয়ে হাবিবুল্লা গাজীর দোকানের সামনে রেখে যায়।

এ ঘটনায় ডুমুরিয়া থানা-পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক