চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে কারারক্ষীরা। তাতে কয়েকজন কয়েদি আহত হওয়ার কথা শোনা গেলেও কারা কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। ঘটনার পর সেনা ও বিজিবি সদস্যরা কারাগারে অবস্থান নিয়েছেন।
আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। চলে প্রায় ৩০ মিনিট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগারে সেনাবাহিনীর কঠোর অবস্থান থাকবে বলে জানা গেছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেটে দায়িত্বে থাকা আক্তার হোসেন বলেন, জুমার নামাজের পর কারাগারের একাধিক ভবনে কয়েদিরা বিদ্রোহ শুরু করেন। বিশেষ করে রাস্তার পাশে থাকা ভবনগুলোতে দাগি আসামিরা বিদ্রোহে অংশ নেন। এ সময় কারারক্ষীদের পক্ষ থেকে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এদিকে কারাগারের একটি সূত্র জানায়, কারারক্ষীদের কয়েকজন আহত হয়ে থাকতে পারেন।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর হঠাৎ কারাগারের ভেতর থেকে বিকট আওয়াজ ও গোলাগুলির শব্দ ভেসে আসে। এ সময় লালদীঘির চারপাশে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।