Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কারাবন্দীদের বিদ্রোহ, পাহারায় সেনাবাহিনী ও বিজিবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কারাবন্দীদের বিদ্রোহ, পাহারায় সেনাবাহিনী ও বিজিবি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহ করেছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে কারারক্ষীরা। তাতে কয়েকজন কয়েদি আহত হওয়ার কথা শোনা গেলেও কারা কর্তৃপক্ষ তা নিশ্চিত করেনি। ঘটনার পর সেনা ও বিজিবি সদস্যরা কারাগারে অবস্থান নিয়েছেন।

আজ শুক্রবার বেলা পৌনে ২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। চলে প্রায় ৩০ মিনিট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারাগারে সেনাবাহিনীর কঠোর অবস্থান থাকবে বলে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেটে দায়িত্বে থাকা আক্তার হোসেন বলেন, জুমার নামাজের পর কারাগারের একাধিক ভবনে কয়েদিরা বিদ্রোহ শুরু করেন। বিশেষ করে রাস্তার পাশে থাকা ভবনগুলোতে দাগি আসামিরা বিদ্রোহে অংশ নেন। এ সময় কারারক্ষীদের পক্ষ থেকে ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এদিকে কারাগারের একটি সূত্র জানায়, কারারক্ষীদের কয়েকজন আহত হয়ে থাকতে পারেন।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের পর হঠাৎ কারাগারের ভেতর থেকে বিকট আওয়াজ ও গোলাগুলির শব্দ ভেসে আসে। এ সময় লালদীঘির চারপাশে রাস্তাঘাটে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

চট্টগ্রামে কারাবন্দীদের বিদ্রোহ। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে জানতে চাইলে জেল সুপার মঞ্জুর হোসেন আজকের পত্রিকাকে বলেন, জুমার নামাজের পর কিছু কয়েদি বিদ্রোহ করে বিক্ষোভ দেখায়। এ সময় কারাগারে পাগলা ঘণ্টা বাজানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কতজন আহত হয়েছে, এখনো বলা যাচ্ছে না। কারাগারের ভেতরে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সময় কারাগারে সেনাবাহিনী রাখার অনুরোধও করেন তিনি।

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী