Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিজয়নগরে আ.লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিজয়নগরে আ.লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ১৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। 

বহিষ্কৃত নেতারা হলেন—পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আল আমিন ভূইয়া, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফয়েজ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজীন বণিক, চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ভূইয়া, পাহাড়পুরের জসিম উদ্দিন মলাই, হরষপুরের মো. শাহজাহান, বিষ্ণপুরের জসিম উদ্দিন চৌধুরী, চরইসলামপুরের মোহাম্মদ সানাউল্লাহ, পত্তনের সামছুল আলম, চম্পকনগরের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরের আকতার হোসেন, জিয়াউল হক বকুল এবং বুধন্তি ইউনিয়নের দেলোয়ার হোসেন খান ও মোবারক হোসেন, সিংগারবিল ইউনিয়নের আল আমিন। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘বিজয়নগরের ১০ ইউনিয়নে অনেকেই বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করার পরও তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।’ 

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নে ভোট।    

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক