Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে শ্রমিক নিহত 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি

ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে শ্রমিক নিহত 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে লোকমান হোসেন বাবর (৪২) নামে এক ইটভাটার শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের চরআমান উল্যাহ ৭ নম্বর ওয়ার্ডের দাসেরহাট এলাকায় ‘এসবিএম ব্রিকস্’ ইটভাটায় এ ঘটনা ঘটে। 

নিহত লোকমান লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসীতা ইউনিয়ন পরিষদের কেলাকোপা গ্রামের আবদুল খালেক মাঝির ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকালও ইটভাটায় অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন লোকমান হোসেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। তখনো ইটভাটায় নিজেদের কাজ করছিলেন শ্রমিকেরা। সাড়ে ৭টার দিকে কাজ করা অবস্থায় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।  

ইটভাটার পরিচালক বাবুল চন্দ্র কাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃষ্টির মধ্যে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে লোকমান হোসেন মারা যান। তাঁর মরদেহ সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। 

এ বিষয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কমিউনিটি মেডিকেল কর্মকর্তা আবু সুফিয়ান বলেন, হাসপাতালে আনার আগেই লোকমান হোসেন মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘পাহাড়খেকো’ জসিম তিন মামলায় গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে বিপুল পণ্যসহ আটক ২

প্লাস্টিক-পলিথিনের বিনিময়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য

বাঁশখালীতে কাদায় আটকে গেল দলছুট হাতি, ১০ ঘণ্টার চেষ্টায় উদ্ধার

সেন্ট মার্টিনে জন্ম নেওয়া ৬৬৯টি কচ্ছপছানা সাগরে ফিরল

চট্টগ্রামে বৈষম্যবিরোধী সমন্বয়ক পরিচয়ে বাসায় ঢুকে দুজনকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ৪

কোম্পানীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে পদ হারালেন বিএনপির ৩ নেতা

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক