চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকনকে গুলি করার ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ শনিবার ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী সভাপতি ও চেয়ারম্যান মজিবুল হক রিপনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৯ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
এদিকে শনিবার ভোরে উপজেলার সোনাগাজীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে থেকে মো. শাকিল (২৮) ও নুর আলম (৩৫) নামের দুজন আটক করেছে সোনাগাজী মডেল থানার পুলিশ। শাকিল ওই এলাকার মো. মিন্টুর ছেলে এবং মামলার নামীয় আসামি। অন্যদিকে নুর আলমকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত শামসুল হুদা ওরফে বাচ্চু মিয়ার ছেলে। তাঁদের দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে মেয়রের রাজনৈতিক কর্মী ও মামলার বাদী মিজানুর রহমান রিয়াদ বলেন, ‘প্রধান আসামি রিপনকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তাঁর উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। ২ নম্বর আসামি আজ রাতে বিদেশে পালিয়ে যেতে পারে বলে আমরা খবর পাচ্ছি। আমরা পুলিশকে অনুরোধ করব এজাহারভুক্ত কোনো আসামি যেন ছাড় না পায়।’
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি শিগগিরই মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে সঠিক তদন্তে প্রকৃত অপরাধীর বিচার হবে।