Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে ১ বছরের কারাদণ্ড

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির দায়ে ১ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রি করার দায়ে এক মাছ বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী এ রায় দেন। 

এর আগে সকালে গাবতলী স্লুইচ গেইট নামক স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে নৌ পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ২৫ কেজি চিংড়ি ও জাটকা মাছ জব্দ করা হয়। 

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ওচখালী এলাকার বাসিন্দা পরিমল মাঝির ছেলে যদু চন্দ্র দাস (৩৬)। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেকে এ রায় দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ জানান, নদীর মাছ বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় প্রায় ২৫ কেজি চিংড়ি ও ছোট সাইজের জাটকা মাছ জব্দ করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শান্তনু চৌধুরী জানান, রামগতির মেঘনা নদীতে মাছধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবুও এলাকায় মাছ বিক্রি করায় এ অভিযান চালানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে আটককৃত জেলেকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। 

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত