মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দুর্নীতি দমন কমিশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার অ্যাসোসিয়েশন ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদুর রহমানের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
ডুসার বিবৃতিতে জানানো হয়, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের বর্তমান নির্বাহী কমিটির নির্ধারিত মেয়াদ উত্তীর্ণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটি গঠন করা অত্যাবশ্যক।
বিবৃতিতে আরও জানানো হয়, ডুসার উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যের পরামর্শক্রমে ও অংশীজনের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের প্রয়োজন। তা আজ শনিবার (১ জুন) থেকে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ডুসার নতুন কমিটি গঠনের জন্য উপদেষ্টামণ্ডলী কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে বলে বিবৃতিতে জানানো হয়।
২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। দুদকের তৎকালীন সচিব মো. মাহবুব হোসেনকে প্রধান উপদেষ্টা করে সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমানকে সভাপতি ও সৈয়দ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্যের দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়।