Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ডে থাকা আসামির মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

রিমান্ডে থাকা আসামির মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা

নরসিংদীর রায়পুরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে (রিমান্ড) থাকা হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে, যার গলায় ‘মোটা দাগ’ রয়েছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন। 

পুলিশ বলছে, নিজের ‘পরনের শার্ট দিয়ে’ গলায় ফাঁস লাগিয়ে ওই ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন। এ বিষয়ে নিহতের স্বজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

নিহত সুজন মিয়া রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকার মুজিবর রহমানের ছেলে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে আজ বুধবার সকাল ১০টার মধ্যে কোনো এক সময়ে তাঁর মৃত্যু হয়েছে ধারণা করা হচ্ছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন সাংবাদিকদের বলেন, আজ সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রায়পুরা থানা হাজতের ওয়াশরুমের ভেতরে ‘জানালার রডের সঙ্গে নিজের পরণের’ শার্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায়’ তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

“কীভাবে ঘটনা ঘটছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহের সুরতহাল করা হচ্ছে। রায়পুরা থানার পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, হাসপাতালের সঙ্গে সঙ্গে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সুজনকে মৃত ঘোষণা করেন।

‘শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় মোটা দাগ রয়েছে।’

রায়পুরা পুলিশের হেফাজতে এই মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে নরসিংদী জেলা পুলিশ।

মামলার সূত্রে জানা যায়, গত শনিবার (৫ নভেম্বর) মধ্যরাতে স্ত্রী লাভলী বেগমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করে। এতে তার স্ত্রীর মৃত্যু হলে তিনি পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের মা মালেকা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করার পর গত সোমবার বিকেলে ফরিদপুরের সদরপুরের আটরশি দরবার শরিফের পাশ থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায় নরসিংদীর আদালত। 

মুসলিম ছেলেকে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

জুলহাসের বিমান দেখতে মানিকগঞ্জে ইউএস-বাংলার কর্মকর্তা

শ্রীপুরে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা লাশ, নারী না পুরুষ বোঝা যাচ্ছে না

নিষিদ্ব হিযবুত তাহ্‌রীর ৫ সদস্য কারাগারে

আল্লাহর কাছে প্রার্থনা করুন, দেশের অবস্থা ভালো না: কাদের সিদ্দিকী

সাবেক ভূমিমন্ত্রীর ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের সড়ক আটকে বিক্ষোভ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক, থানায় অভিযোগ