Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে মিছিলে হেনস্তার নিন্দা গণতান্ত্রিক ছাত্রজোটের

জাবি প্রতিনিধি

জাবিতে মিছিলে হেনস্তার নিন্দা গণতান্ত্রিক ছাত্রজোটের

গুম-খুন-নিপীড়নের প্রতিবাদী মশাল মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক হেনস্তার নিন্দা জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রজোট। সোমবার (১৯ ডিসেম্বর) কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শোভন রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানোয় হয়। 

যুক্ত বিবৃতিতে ১০ জন ছাত্রনেতা বলেন, দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভে রূপ নিচ্ছে। সেই বিক্ষোভ যেন গণ-আন্দোলনে পরিণত না হয়, সেই আতঙ্কে সরকার দলীয় ছাত্র-যুব-শ্রমিক সংগঠনগুলোকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করছে। জাহাঙ্গীরনগরে মশাল মিছিল শুরুর পূর্বে এবং শেষে সমাপনী সমাবেশ চলাকালীন দফায় দফায় ছাত্রলীগের সন্ত্রাসীরা বাঁধা প্রদান করে, ভয়ভীতি দেখায়, হেনস্তা করে। এমনকি তারা মিছিলে অংশগ্রহণকারীদের ফোনও চেক করে। 

এতে আরও বলা হয়, যেখানেই শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলন গড়ে উঠেছে, তারই বিপরীতে দাঁড়িয়েছে ছাত্রলীগ। বাংলাদেশের ছাত্র সমাজ অতীতে যেমন কোনো স্বৈরাচারের চাটুকার ছাত্র সংগঠনকেই শিক্ষাঙ্গনে সহ্য করেনি, ছাত্রলীগের বেলায়ও তার ব্যতিক্রম হবে না। 

বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক ছাত্রজোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদেকুল ইসলাম সোহেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিতুল সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুনয়ন চাকমা, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাওফিকা প্রিয়ার নাম উল্লেখ করা হয়।

মাগুরায় শিশু ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশ

মাগুরার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা

ধর্ষণের বিচার দাবিতে মধ্যরাতে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাবিতে ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার দাবি

কেউ করছেন বাজার যাচাই, কারও কেনাকাটা প্রায় শেষ

অস্বস্তি আর ভয়ের ছায়া উন্মুক্ত স্থানগুলোতে

ডেমরায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৩

নরসিংদীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, মাদ্রাসার নিরাপত্তাকর্মীকে গণপিটুনি

যৌন হেনস্তার শিকার শিক্ষার্থীকে দেখতে গেলেন ঢাবি উপাচার্য