Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে কেন্দ্র ঘেরাও এবং আড়াইহাজারে এজেন্টদের মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সোনারগাঁয়ে কেন্দ্র ঘেরাও এবং আড়াইহাজারে এজেন্টদের মারধরের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কেন্দ্র ঘেরাও করে প্রতিপক্ষের এজেন্ট ঢুকতে না দেওয়ার এবং আড়াইহাজারে এজেন্টদের তুলে নিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। আজ দ্বিতীয়  ধাপে অনুষ্ঠিত হওয়া উপজেলা নির্বাচনে নারায়ণগঞ্জের রূপপঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলার ভোট গ্রহণ করা হচ্ছে। 

আড়াইহাজার উপজেলার দোয়াত-কলম প্রতীকের প্রার্থী শাহজালাল মিয়া সকাল ৮টায় অভিযোগ করেন, উপজেলার দুপ্তারা ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রের এজেন্টকে তুলে নিয়ে গিয়ে হুমকি দেন ঘোড়া প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে কাজ করা দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ছোট ভাই নাজমুল ইসলাম। 

তিনি বলেন, ‘ভোট শুরুর আগে এজেন্ট ঢুকতে গেলে খাগকান্দা ইউনিয়নের ১৫ নম্বর ডোমার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও  পাঁচানি মাদ্রাসা কেন্দ্রে দোয়াত-কলমের অন্তত পাঁচ এজেন্টকে তুলে নিয়ে মারধরের পর তাঁদের বেঁধে রাখা হয়েছে। ঘোড়া প্রতীকের প্রার্থী সাইফুল ইসলামের অনুসারী মফিজুল ইসলাম ও রুবেল সাবেক চেয়ারম্যান তোঁতা মিয়ার বাড়িতে তাঁদের বেঁধে রেখেছেন।’

অন্যদিকে সোনারগাঁও উপজেলার ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালাম অভিযোগ করেন, সোনারগাঁয়ের সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ,  চর হোগলা ও কাঁচপুর ইউনিয়নের একটি কেন্দ্র ঘেরাও করে রেখেছে আনারস প্রতীকের প্রার্থী বাবুল হোসেনের সমর্থকেরা। তারা ঘোড়া প্রতীকের কোনো এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না।’

এ বিষয়ে আড়াইহাজারে ঘোড়া প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম ও সোনারগাঁয়ের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল হোসেনকে একাধিকবার ফোন করেও তাঁদের সাড়া পাওয়া যায়নি। 

অভিযোগের বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি বলেন, ‘আড়াইহাজারে দুটি কেন্দ্রে এজেন্ট মারধর এবং সোনারগাঁয়ে তিনটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।’

নির্বাচনে আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া (দোয়াত কলম ), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি কাজী সুজন ইকবাল (আনারস প্রতীক), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম (ঘোড়া)।

অন্যদিকে সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন ওমর (আনারস), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত কলম)।

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আত্মহত্যা করতে যাওয়া দোলা আজ স্বাবলম্বী

রাজধানীর গেন্ডারিয়ায় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে যুবক খুন

কলাবাগানে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলায় সমন্বয়কসহ ১৪ জন আটক

উল্টো পথে বিএনপি নেতার গাড়ি, শিক্ষার্থীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা

ছোট্ট শিশুটির বড় বিপদ

হিযবুতিদের দৌড়ানি দিলে তারা আমাকে মারধর করে: সেই রিকশাচালক

উত্তরা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের ৩ সদস্য রিমান্ডে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারী বাধ্যতামূলক ছুটিতে, মামলা এখন আদালতের এখতিয়ারে

পল্টনে সংঘর্ষের সময় আটক ব্যক্তিকে ছাড়িয়ে আনলেন উপদেষ্টা আসিফ