ঢামেক প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ আটজন দগ্ধের ঘটনায় রিকশাচালক হান্নান (৫০) মারা গেছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালিসহ হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তাঁকে। সেখানেই মারা গেছেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় হান্নানের স্ত্রী লাকির শরীরের ২২ শতাংশ দগ্ধ, মেয়ে জান্নাতের ৩ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, ছেলে সাব্বিরের ২৭ শতাংশ, প্রতিবেশী ভাড়াটিয়া সোহাগের ৪০ শতাংশ, তাঁর স্ত্রী রুপালির ৩৪ শতাংশ ও মেয়ে সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, গত রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশে একটি টিনশেড বাসায় ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় দুটি কক্ষে থাকা আটজনই দগ্ধ হন। ওই দিন ভোরে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন রিকশাচালক হান্নান (৫০), তাঁর স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত আক্তার নুরজাহান (৪), মেয়ে সামিয়া আক্তার রিম (১১) ও ছেলে সাব্বির (১২); আরেক পরিবারের পোশাকশ্রমিক সোহাগ (২৩), তাঁর স্ত্রী রুপালি (২০) ও তাঁদের একমাত্র সন্তান দেড় বছর বয়সী সুমাইয়া।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ আটজন দগ্ধের ঘটনায় রিকশাচালক হান্নান (৫০) মারা গেছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালিসহ হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল তাঁকে। সেখানেই মারা গেছেন তিনি।
তিনি আরও জানান, এ ঘটনায় হান্নানের স্ত্রী লাকির শরীরের ২২ শতাংশ দগ্ধ, মেয়ে জান্নাতের ৩ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, ছেলে সাব্বিরের ২৭ শতাংশ, প্রতিবেশী ভাড়াটিয়া সোহাগের ৪০ শতাংশ, তাঁর স্ত্রী রুপালির ৩৪ শতাংশ ও মেয়ে সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।
এর আগে, গত রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশে একটি টিনশেড বাসায় ওই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় দুটি কক্ষে থাকা আটজনই দগ্ধ হন। ওই দিন ভোরে তাঁদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন রিকশাচালক হান্নান (৫০), তাঁর স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত আক্তার নুরজাহান (৪), মেয়ে সামিয়া আক্তার রিম (১১) ও ছেলে সাব্বির (১২); আরেক পরিবারের পোশাকশ্রমিক সোহাগ (২৩), তাঁর স্ত্রী রুপালি (২০) ও তাঁদের একমাত্র সন্তান দেড় বছর বয়সী সুমাইয়া।
৪৪ তম বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ করে যৌক্তিক সময়ে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ‘লং মার্চ ফর যমুনা’ কর্মসূচি পালন করেছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। পথিমধ্যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার শিকার হন তারা।
৭ ঘণ্টা আগেবান্দরবানের লামা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা ঐক্যের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে হুমকির মুখে পড়ছে সেখানকার প্রাকৃতিক পরিবেশ। পাথর বিলীন হওয়ার কারণে নদী, খাল ও ঝিরি-ঝরনা শুকিয়ে খাওয়ার পানির তীব্র সংকটে পড়ছে পাহাড়িরা।
৭ ঘণ্টা আগেভূমিহীনদের থাকার জন্য সরকারিভাবে তৈরি করা হয় ‘টুইন হাউস’ প্রকল্প। প্রতিটি ঘরে দুটি করে পরিবারের থাকার ব্যবস্থা রয়েছে। এখন সেসব ঘর অবৈধভাবে কিনে নিয়ে অন্য ভূমিহীনদের কাছে ভাড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সময়মতো ভাড়া দিতে না পারলে বাসিন্দাদের করা হয় হয়রানি ও নির্যাতন।
৮ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁও তালতলায় ‘আপন কফি হাউস’-এ নির্যাতনের শিকার সেই কিশোরীকে খুঁজে পাচ্ছে না পুলিশ। তবে ওই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় কফি হাউসটির দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
৮ ঘণ্টা আগে