Ajker Patrika
হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে এক রাতে ৭ ট্রান্সফরমার চুরি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুরে এক রাতে ৭ ট্রান্সফরমার চুরি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

টাঙ্গাইলের মির্জাপুরে এক রাতে সাতটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে উপজেলার আনাইতারা ইউনিয়নের চরবিলসা ও দরিবহর গ্রামে এই চুরির ঘটনা ঘটে। এতে চলতি মৌসুমে বোরো আবাদে শঙ্কা দেখা দিয়েছে।

জানা গেছে, গ্রাম দুটিতে বোরো আবাদের জন্য অগভীর নলকূপের কিছু প্রকল্প রয়েছে। প্রতিটি প্রকল্প বিদ্যুতায়িত হওয়ায় একটি ট্রান্সফরমারের অধীনে একটি করে বৈদ্যুতিক মিটার রয়েছে। গতকাল রাতে চোরের দল দুই গ্রামের সাতটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। সকালে জমির খোঁজ নিতে গিয়ে সবাই ট্রান্সফরমার চুরির বিষটি নিশ্চিত হন।

যাঁদের প্রকল্পের ট্রান্সফরমার চুরি হয়েছে তাঁরা হলেন, চরবিসা গ্রামের শরীফুল ইসলাম, বুদ্দু মিয়া, লাল মিয়া, ছানোয়ার হোসেন, মঙ্গল মিয়া এবং দরিবহর গ্রামের ময়নাল ও শরীফুল ইসলাম।

চরবিলসা গ্রামের কৃষক শরীফুল ইসলাম বলেন, ‘সকালে জমির খোঁজ নিতে গিয়ে ট্রান্সফরমার চুরির বিষয়টি নিশ্চিত হই। বোরো আবাদের আগমুহূর্তে ট্রান্সফরমার চুরি হওয়ায় আবাদ নিয়ে শঙ্কায় আছি।’

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জসীম উদ্দিন জানান, ট্রান্সফরমার চুরির খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে সমিতির নিয়মানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ট্রান্সফরমার চুরির বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ করা হয়েছে বলে জানান ডিজিএম জসীম উদ্দিন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এর আগেও এ ধরনের মামলায় ১০-১২ আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও করে টাকা দাবি

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন

গুলশানে মধ্যরাতে বাড়িতে অনুপ্রবেশ ও তছনছের ঘটনায় তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ

সাবেক বিচারপতি মানিক দুই দিনের রিমান্ডে, আনিসুল-শাজাহানসহ নতুন মামলায় গ্রেপ্তার ৭

‘মব’ তৈরি করে দুই ইরানি পর্যটককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ ৮ জনের রায় আজ

ফরিদপুরে শর্টসার্কিট থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

উত্তরখানে এটিএম বুথের লকার ভাঙার চেষ্টার অভিযোগে আটক ১

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ